প্রকাশিত: Thu, Jun 20, 2024 8:59 AM
আপডেট: Sun, Jan 25, 2026 10:21 PM

[১]সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

তাছাদ্দুক রাজা, সুনামগঞ্জ: [২] বুধবার সকাল থেকে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে। মঙ্গলবার সকালে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার  উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

[৩] সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া, মরাটিলা, ধোপাখালী, বাঁধনপাড়া, বলাকা, মোহাম্মদপুর, ষোলঘর, নবীনগর, কাজীর পয়েন্টসহ বিভিন্ন এলাকায় পানি বেড়েছে।

[৪] সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে। ছাতক উপজেলায় বিপৎসীমার ১৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে।

[৫] ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১১০ মিলিমিটার, লাউড়ের গড়ে ৭৮ মিলিমিটার, ছাতকে ৮৪ মিলিমিটার এবং দিরাইয়ে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদীর পানি কমলেও বর্ষণ অব্যাহত থাকায় পানি বাড়তে পারে। বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে।

[৬] বর্তমানে ৬০০ টন জিআর চাল মজুত রয়েছে বলে জানান সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলায় ৫১৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। শুকনো খাবার, শিশুখাদ্য ও গোখাদ্যের জন্য আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। এ ছাড়া এ পর্যন্ত নগদ ১০ লাখ টাকা বিভিন্ন উপজেলায় দেওয়া হয়েছে। সম্পাদনা: এম খান